নর্থ ইষ্ট ইন্সটিউট অব হেলথ টেকনোলজী শিক্ষাবর্ষ:২০২১-২০২২ ইং এর প্রারম্ভিক পরিচিতি সভা ।
- Posted by saheli_2018
- Categories new, recent, Social-Media
- Date October 22, 2022
- Comments 0 comment
নর্থ ইষ্ট ইন্সটিউট অব হেলথ টেকনোলজী শিক্ষাবর্ষ:২০২১-২০২২ ইংএর প্রারম্ভিক পরিচিতি সভা অদ্য দুপুর ১২:00 টায় নর্থ ইষ্ট ক্যান্সার বিল্ডিং ৩য় তলায় অনুষ্ঠিত হয়।নর্থ ইষ্ট ইন্সটিউট অব হেলথ টেকনোলজী এর অধ্যক্ষ ডাঃ ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেড এর চেয়ারম্যান, অধ্যাপক ডাঃমোহাম্মদ আফজাল মিয়া উপস্থিত ছিলেন।
উক্ত সভায় নর্থ ইষ্ট ইন্সটিউট অব হেলথ টেকনোলজী সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীসহ নতুন ছাত্র-ছাত্রীদের অভিভাবকগন উপস্থিত ছিলেন। সভায় বক্তাগণ ছাত্র-ছাত্রীদেরকে বিভিন্ন দিক নির্দেশনা সহ উপদেশ মূলক বক্তব্য প্রদান করেন।







