নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে আইইউআই সেন্টারের শুভ উদ্ভোদন ।
নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে আইইউআই সেন্টারের শুভ উদ্ভোদন করেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী এন্ড অব্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ নাহিদ ইলোরা। নিঃসন্তান দম্পতিদের স্বপ্ন পূরণে বন্ধ্যাত্ব রোগীদের আধুনিক চিকিৎসা।আধুনিক জীবনযাত্রায় সন্তানলাভে অক্ষমতা একটিবড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কোনও দম্পতি যদি এক বছর চেষ্টা করার পরও সন্তানধারণ না করতে পারে, সেক্ষেত্রে তারা সন্তানলাভে অক্ষম বলে ধরে নেওয়া হয়। মুশকিল হল, সন্তানধারণে অক্ষমতাকে অনেকেই নিজস্ব ব্যক্তিগত সমস্যা ভেবে হীনমন্যতায় ভোগেন এবং চেপে যান। কিন্তু এই ভাবনা থেকে দূরে থাকা উচিত। কারণ, সন্তানহীনতার সমস্যা কোনও বিচ্ছিন্ন ঘটনা বা কারও একার নয়। আশার কথা হল, প্রাকৃতিক বা জৈবিক উপায়ে যারা সন্তানধারণ করতে পারছেন না, তাঁদের জন্য আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অ্যাসিস্টেড কনসেপশন বা সহায়ক গর্ভাধান পদ্ধতির বিকল্প বন্দোবস্ত রয়েছে। আর এই পদ্ধতির সবচেয়ে সহজ ও প্রাথমিক ধাপ হল আইইউআই বা ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন। এখন থেকে নিয়মিত নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে IUI সেন্টারে এই ধরনের রোগীদের চিকিৎসা প্রদান করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ এ এফ এম নাজমুল ইসলাম, নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ নাজমুল ইসলাম, হাসপাতালের উপ-পরিচালক সার্জারি বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ জসিম উদ্দিন, ডাঃ রাবেয়া বেগম, ডাঃ নাসরিন চৌধুরী, ডাঃ উম্মে সাঈদা বিলকিস, ডাঃ জাফরিন ইয়াসমিন চৌধুরী সহ অন্যান্য ডাক্তার বৃন্দ।