সেচ্ছাসেবী সংগঠন “জীবন” এর আয়োজনে বাদাঘাট সংলগ্ন শীবেরবাজার আল-হেরা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের ফ্রি-ব্লাড গ্রুপিং ক্যাম্প ।
আজ ০৭/১১/২৩ইং তারিখ রোজ মঙ্গলবার নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের একমাত্র সেচ্ছাসেবী সংগঠন “জীবন” এর আয়োজনে বাদাঘাট সংলগ্ন শীবেরবাজার আল-হেরা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের ফ্রি-ব্লাড গ্রুপিং ক্যাম্প করা হয়।উক্ত ক্যাম্পের যাত্রার শুরুতে উপস্থিত থেকে জীবন এর সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোহাম্মদ আফজাল মিয়া, ভাইস-প্রিন্সিপাল অধ্যাপক ডাঃ এ এফ এম নাজমুল ইসলাম, এক্সিকিউটিভ ডিরেক্টর অধ্যাপক ডাঃ মোঃ নাজমুল ইসলাম, সার্জারী বিভাগের অধ্যাপক ও হাসপাতাল উপ-পরিচালক ডাঃ মোঃ জসিম উদ্দিন, প্যাথোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ সুচনা নাজরিন, অধ্যাপক ডাঃ সাব্বির হোসাইন, ফরেনসিক মেডিসিনের সহকারি অধ্যাপক ও সহকারি পরিচালক ডাঃ মোঃ ফাহমিদুর রহমান।ক্যাম্প পরিচালনা করেন ডাঃমিজানুর রহমান,সভাপতি জীবন।