বন্যা কবলিত মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে বন্যার্তদের ফ্রি ঔষধ ও চিকিৎসা সেবা অব্যাহতঃ
নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে বন্যার্তদের এান ও ফ্রি মেডিসিন ও চিকিৎসা সেবা প্রদানের লক্ষে চারটি ফ্রি মেডিকেল টিম তাদের কার্যক্রম শুরু করেছে ।
বৃহত্তর সিলেটের বন্যার্তদের সহযোগিতায় শুরু থেকে কাজ করে যাচ্ছে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল। বন্যা কবলিত মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে বন্যার্তদের ফ্রি ঔষধ ও চিকিৎসা সেবার ধারাবাহিকতায় প্রতিদিনের ন্যায় আজও আশ্রয় কেন্দ্র গুলোতে ঔষধ সহ ফ্রি চিকিৎসা প্রদান করা হয়। ঢাকা দক্ষিণ নগর সরকারি প্রাথমিক উচ্চবিদ্যালয়, ও উপহার সেন্টার এর সংলগ্ন আশ্রয় কেন্দ্রে ফ্রি মেডিসিন সহ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
প্রতিদিনই বিভিন্ন আশ্রয় কেন্দ্র গুলোতে ঔষধ সহ ফ্রি মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।