বিশ্ব গ্লুকোমা সপ্তাহ উদযাপন:
- Posted by saheli_2018
- Categories News, Notices, recent, Social-Media
- Date March 19, 2023
- Comments 0 comment
নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল এর উদ্যোগে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ উদযাপন
অদ্য ১৯ মার্চ ২০২৩ইং রোজ রবিবার সকাল ১০.৩০ ঘটিকায় গ্লুকোমা সপ্তাহ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল চক্ষু বিভাগের উদ্যোগে উক্ত র্যালী এর শুভ সূচনা করেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজ গভর্ণিং বডি এর চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোহাম্মদ আফজাল মিয়া। র্যালী পরবর্তী সকাল ১১.০০ ঘটিকায় নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ৪নং লেকচার গ্যালারীতে এক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন ও keynote উপস্থাপন করেন চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ শামসুল আলম চৌধুরী। ডাঃ ফারহানা তাসনিম চৌধুরী এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যক্ষ, নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও কমিউনিটি মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ আব্দুল খালিক বড়ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইষ্ট নার্সিং ইন্সটিটিউট এর নির্বাহী পরিচালক, নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিঃ এর সম্মানিত পরিচালক ও নেফ্রোলজী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ নাজমুল ইসলাম। উক্ত সেমিনারে আরো বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ আলমগীর আদিল সামদানি, অধ্যাপক ডাঃ হামিদা খাতুন, অধ্যাপক ডাঃ সাব্বির হোসেন, ডাঃ মোঃ জসিম উদ্দিন ও ডাঃ মোঃ সেলিম রেজা। উক্ত সেমিনারে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ, নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল, নর্থ ইষ্ট নার্সিং কলেজ এর শিক্ষক, চিকিৎসক, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।




















Previous post