Preaload Image

“ Anaesthesia & Cancer Care” প্রতিপাদ্যে নর্থ ইষ্ট মেডিকেল কলেজে উদযাপিত হয়েছে বিশ্ব এনেস্থিসিয়া দিবস,২০২৩।

“ Anaesthesia & Cancer Care” প্রতিপাদ্যে নর্থ ইষ্ট মেডিকেল কলেজে উদযাপিত হয়েছে বিশ্ব এনেস্থিসিয়া দিবস,২০২৩। দিবসটি উপলক্ষ্যে আয়োজনের মধ্যে ছিল সায়েন্টিফিক সেমিনার ও আলোচনা সভা। উক্ত সেমিনার ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যাক্ষ অধ্যাপক ডাঃ এ. এফ. এম. নাজমুল ইসলাম। সেমিনারে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনসহ মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজের এনেস্থিসিয়লজিস্ট ডা. ধ্রুব দে।প্রেজেন্টেশনের বিষয় ছিল ”Anaesthetic consideration on Laparoscopic Surgery”.বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
নর্থ ইষ্ট মেডিকেল কলেজের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ গুলজার আহমদ, অর্থোপেডিক্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ আলমগীর আদিল সামদানী, হাসপাতালের ডেপুটি ডিরেক্টর অধ্যাপক ডাঃ জসিম উদ্দিন, অধ্যাপক ডা মাজেদুর রহমান,সহযোগী অধ্যাপক ডাঃ রাবেয়া বেগম ও এনেস্থিসিয়া বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ জীবন কুমার পাল সহ নর্থ ইষ্ট মেডিকেল কলেজের শিক্ষক ও ডাক্তারবৃন্দ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এনেস্থিসিয়া বিভাগের সহকারি অধ্যাপক ডাঃ লিটন আহমেদ ও সহকারী অধ্যাপক ডাঃ হাসানুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডাঃ মো আরিফ মোর্শেদ।

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *