Preaload Image

Continued Medical Education Program(CME), 18.05.2023

১৮ মে ২০২৩ ইং তারিখে, নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল গাইনী এন্ড অবস বিভাগের উদ্যেগে একটি CME (Continued Medical Education) program আয়োজিত হয়। নর্থ ইষ্ট মেডিকেল কলেজের মুল সেমিনার রুমে অনুষ্ঠিত হওয়া, এই সেমিনারে আলোচ্য বিষয় ছিল “Update Management of Urinary Incontinence” এবং Keynote Speaker হিসেবে ছিলেন ডাঃ তাজকেরা সুলতানা চোধুরী, এসিস্টেন্ট প্রফেসর, ইউরোলজী বিভাগ, শহীদ সরোয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা। উক্ত অনুষ্ঠানের চেয়ারপার্সন ছিলেন প্রফেসর ডাঃ নাহিদ ইলোরা, বিভাগীয় প্রধান, গাইনী এন্ড অবস বিভাগ, নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক সৈয়দ মুসা এম এ কাইয়ুম, চেয়ারম্যান, নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেড, ডাঃ মোহাম্মদ জসীম উদ্দিন, এসোসিয়েট প্রফেসর (সার্জারী) এবং ডেপুটি ডাইরেক্টর, নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল। Panel of Expert হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ রাবেয়া বেগম, এসোসিয়েট প্রফেসর (গাইনী এন্ড অবস), ডাঃ নাসরিন চৌধুরী, এসোসিয়েট প্রফেসর (গাইনী এন্ড অবস) এবং ডাঃ মোহাম্মদ হাসিবুল ইসলাম, এসিস্টেন্ট প্রফেসর, ইউরোলজী বিভাগ, নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল।

এই প্রাণবন্ত অনুষ্ঠানে মায়েদের অনিচ্ছাকৃত প্রস্রাব ঝরা-জনীত সমস্যার উন্নত চিকিৎসা নিয়ে আলোচনা হয়। কনসালটেন্টগন এর প্রতিরোধ, রোগ নির্ণয়, সঠিক চিকিৎসা নিয়ে মতামত ব্যক্ত করেন। ভবিষ্যতে এ বিষয়ে বিশেষজ্ঞগন একসাথে workshop করার প্রত্যাশা রেখে সভা সমাপ্ত ঘোষনা করেন।

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *