post_layout

নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ‍্যোগে বন‍্যার্তদের এান ও ফ্রি মেডিসিন ও চিকিৎসা সেবা প্রদানের লক্ষে চারটি ফ্রি মেডিকেল টিম তাদের কার্যক্রম শুরু করেছে ।

বৃহত্তর সিলেটের বন্যার্তদের সহযোগিতায় শুরু থেকে কাজ করে যাচ্ছে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল। বন্যা কবলিত মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে বন্যার্তদের ফ্রি ঔষধ ও চিকিৎসা সেবার ধারাবাহিকতায় প্রতিদিনের ন্যায় আজও প্রায় দুই হাজার তিনশত রোগীর ঔষধ সহ ফ্রি চিকিৎসা প্রদান করা হয়। গোলাপগঞ্জের এমসি একাডেমি, ঢাকা দক্ষিণ উচ্চ বিদ্যালয়, দক্ষিন সুরমা পিএল উচ্চ বিদ্যালয়, প্রগতি উচ্চ বিদ্যালয়, তেতলি, বদিকোনা, ধরাধর পুর এবং নিয়ামাহ্ টাওয়ার চন্ডিপুলে অবস্থিত প্রায় আটটি আশ্রয়কেন্দ্রে ফ্রি মেডিসিন সহ চিকিৎসা সেবা ও ত্রাণবিতরণ কার্যক্রম অব্যাহত আছে। নর্থ ইষ্ট মেডিকেল কলেজ প্রাঃ লিঃ এর চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোহাম্মদ আফজাল মিয়া এবং ব্যবস্থাপনা পরিচালক ও অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী এর তত্বাবধানে ঔষধ সহ ফ্রি মেডিকেল ক‍্যাম্প ও ত্রাণ বিতরন চলমান। বর্তমানের ন‍্যায় ভবিষ্যতেও নর্থ ইষ্ট মেডিকেল তার কার্যক্রম অব‍্যাহত থাকবে।

Flood Relief and Treatment by North East Medical College and Hospital the Best Medical College and Hospital in Sylhet.