মাইক্রোবা‌য়োল‌জি বিভা‌গের উদ্যো‌গে PCR In Clinical Practice বিষয়ে সেমিনার সম্পন্নঃ

আজ ৭/৫/২০২৩, রবিবার, দুপুর ২টায় হোটেল গ্র‌্যান্ড প‌্যা‌লে‌স সিলেট-এ নর্থ ইষ্ট মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের মাইক্রোবা‌য়োল‌জি বিভা‌গের উদ্যো‌গে PCR In Clinical Practice বিষয়ে এক সেমিনার আয়োজন করা হয়। মাইক্রোবা‌য়োল‌জি বিভা‌গের প্রভাষক ডা. মিথুন কা‌ন্তি দাস-এর সঞ্চালনায় উক্ত সেমিনারে সভাপ‌তিত্ব ক‌রেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ ও নর্থ ইষ্ট ‌মে‌ডি‌কেল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপাধ‌্যক্ষ অধ্যাপক ডা. এ এফ এম নাজমুল ইসলাম, নে‌ফ্রোল‌জি বিভা‌গের প্রধান অধ্যাপক ডা. নাজমুল ইসলাম, প্রসূ‌তি ও স্ত্রী‌রোগ বিভা‌গের প্রধান অধ্যাপক ডা. নাহিদ ইলোরা। স্বাগত বক্তব‌্য উপস্থাপন করেন মাইক্রোবা‌য়োল‌জি বিভা‌গের প্রধান অধ‌্যাপক ডা. অ‌ভি‌জিৎ দাস এবং মূল প্রবন্ধ পেশ ক‌রেন বিভা‌গের সহ‌যোগী অধ‌্যাপক ডা. ফাহমী ইকবাল রাব্বী। অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন প‌্যাথল‌জি বিভা‌গের প্রধান অধ্যাপক ডা. সূচনা নাজরীন, এমএজি ওসমানী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের মে‌ডি‌সিন বিভা‌গের সহকারী অধ‌্যাপক ডা. মেসবাহ উদ্দিন, জালালাবাদ রাগীব রা‌বেয়া মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের মে‌ডি‌সিন বিভা‌গের সহ‌যোগী অধ‌্যাপক ডা. গোলাম রব মাহমুদ, সহকারী অধ্যাপক ডা. এম এ আউয়াল আসিক, নর্থ ইষ্ট মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের সহকারী প‌রিচালক ডা. মুনতা‌সির আলম রা‌হিমীসহ অরো অন্যান্য চি‌কিৎসকবৃন্দ। অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী তাঁর বক্তব্যে বলেন- সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেয়াই নর্থ ইষ্ট মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের উদ্দেশ‌্য। সেই ল‌ক্ষ্যেই হাসপাতা‌লের মাইক্রোবা‌য়োল‌জি বিভা‌গে পি‌সিআর ল‌্যাব স্থা‌পিত হ‌য়ে‌ছে। ল‌্যা‌বে বর্তমা‌নে সাশ্রয়ী মূ‌ল্যে হেপাটাইটিস‌ বি, সি এবং হিউম‌্যান প‌্যা‌পি‌লোমা ভাইরা‌সের জি‌নোম পরীক্ষা করা হ‌চ্ছে এবং ২৪ঘন্টার ম‌ধ্যেই রি‌পোর্ট প্রদান করা হ‌চ্ছে। এর মাধ‌্যমে রোগীরা উপকৃত হ‌বেন ব‌লে তি‌নি আশাবাদ ব‌্যক্ত ক‌রেন।