“শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১” উদযাপনঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল আজ ভোরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে। সকাল ১০ টা থেকে কলেজ ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিতকরন এবং শিক্ষক ও ছাত্রছাত্রীরা ভাষার গান উপস্থাপন করেন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর উপর আয়োজিত আলোচনা সভার উপস্থাপনা করেন ডাঃ কামরুল হোসেন আজাদ এবং ডাঃ জেনিফা জাহান খানম।
বক্তব্য রাখেন ডাঃ সাব্বির হোসেন, ডাঃ রাবেয়া বেগম, অধ্যাপক ডাঃ অভিজিৎ দাস, অধ্যাপক ডাঃ হামিদা খাতুন, অধ্যাপক ডাঃ গুলজার আহমেদ। প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন নর্থ ইষ্ট প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোহাম্মদ আফজল মিয়া। আলোচনা সভায় সভাপতির দায়িত্ব পালন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মনোজ্জির আলী।
আলোচনায় বক্তারা বাংলা ভাষার সঠিক ব্যবহার করতে সবাইকে আহবান জানান। একইসাথে তারা বলেন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা এবং শিক্ষার সর্বক্ষেত্রে বাংলা ভাষার প্রয়োগই বাংলা ভাষাকে আরো সমৃদ্ধ করবে একইসাথে শিক্ষার্থীদের কাছে জ্ঞান-বিজ্ঞান সহজ ও আনন্দের বিষয় হবে।