ইন্টার মেডিকেল টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর মেগা ফাইনাল ম্যাচ।
জহুরুল ইসলাম মেডিকেল কলেজ কর্তৃক আয়োজিত ইন্টার মেডিকেল টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর মেগা ফাইনাল ম্যাচ আজ দুপুর ২ঘটিকায় অনুষ্ঠিত হবে।ফাইনাল ম্যাচে আমাদের নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ক্রিকেট টিমের প্রতিপক্ষ স্বাগতিক জহুরুল মেডিকেল কলেজ ক্রিকেট টিম।
আপনারা জেনে খুশি হবেন আমাদের নর্থ ইষ্ট মেডি ক্রিকেট টিম এবারই প্রথম ক্রিকেট বলের টুর্নামেন্টে অংশগ্রহণ করে ফাইনালে উঠার যোগ্যতা অর্জন করে। এই বিশাল অর্জনের পেছনে সর্বাত্তক সহযোগীতা করেছেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ডাঃশাহরিয়ার হোসেন চৌধুরী এবং এক্সিকিউটিভ ডিরেক্টর ও নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ নাজমুল ইসলাম।
টিম ম্যনেজম্যান্টের দ্বায়িত্বে ছিলেন ইএনটি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ আজহারুল ইসলাম,গ্যাস্ট্রোএন্টিরোলজি, বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ আশিক আওয়াল চৌধুরী, হেমাটোলজি, ডাঃ আবু নাজিম মোঃ ইউসুফ, নেফ্রলজি বিভাগের রেজিস্ট্রার ডাঃ সালমান তালুকদার।
দলীয় অধিনায়ক কার্ডিওলজির বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মো-শরীফ উদ্দীন সবাইকে ফাইনাল ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়েছেন এবং দোয়া চেয়েছেন।