ঐতিহ্যবাহী নর্থ ইষ্ট মেডিকেল কলেজ স্পোর্টস গ্রাউন্ড।

আজ ১০জুন ঐতিহ্যবাহী নর্থ ইষ্ট মেডিকেল কলেজ এর নর্থ ইষ্ট মেডিকেল কলেজ স্পোর্টস গ্রাউন্ডে দুপুর ২টায় এমবিবিএস ২২তম ব্যাচের আয়োজনে ফ্র্যান্ঞাইজি ভিত্তিক টুর্নামেন্ট (নর্থ ইষ্ট প্রিমিয়ার লিগ) ” ফুটবল ও ক্রিকেট” এর ট্রফি উন্মোচন পর্ব এবং উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত,অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজ এর সম্মানিত অধ্যক্ষ অধ‍্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী।উপস্থিত ছিলেন মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃফাহমি ইকবাল রাব্বী,গাইনী ও অবস বিভাগের রেজিস্ট্রার ও উপ পরিচালক ডাঃ মুনতাসীর আলম রাহিমি,কমিউনিটি মেডিসিনের লেকচারার ডাঃ এজাজ উদ্দিন আহমেদ সানী এবং ২২তম ব্যাচের (নর্থ ইষ্ট প্রিমিয়ার লিগ ) আয়োজক সহ অন্যান‍্য ছাত্র ছাত্রী বৃন্দ।

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *