Preaload Image

ডেন্টাল ইউনিটের ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল বিভাগের কেইস প্রেজেন্টেশন ।

একজন রোগী, নাম আজগর আলী বয়স ৬৫ বছর , বাড়ি হবিগন্জ, গত ২১/৩/২০২৪ ইং তারিখে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল বিভাগে মুখের ক্যান্সার নিয়ে ভর্তি হন। রোগীর ক্যান্সারের অংশটি ছিলো- বাম দিকের ঠোঁটের কোণে এবং নিচের ঠোঁটে ।নর্থ ইষ্ট ডেন্টাল ইউনিটের ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল বিভাগের সার্জনগণ – এই রোগীর মুখের ক্যান্সারের অংশটুকু অপারেশনের মাধ্যমে ফেলে দেন এবং ( Karapandzic Flap) এর মাধ্যমে ক্ষত স্থানটি প্রতিস্থাপন করেন। ।রোগী বর্তমানে সুস্থ আছেন এবং স্বাভাবিকভাবে মুখে খাওয়া দাওয়া করতে পারছেন।
অপারেশনটি সম্পন্ন করেন : নর্থ ইষ্ট ডেন্টাল ইউনিটের ইউনিট প্রধান এবং ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল বিভাগের বিভাগীয় প্রধান – সহযোগী অধ্যাপক
ডা: এস এ এম ইমরান হোসেন,
সহযোগী অধ্যাপক ডা: তাসনিম আহমেদ ,
সহকারী অধ্যাপক ডা: মোহাম্মদ উল্লাহ এবং
অ্যানেস্থেশিয়া বিভাগের দায়িত্বে ছিলেন – সহযোগী অধ্যাপক ডা: জীবন কুমার পাল,
বিভাগীয় প্রধান (অ্যানেস্থেশিওলজী বিভাগ)

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *