নর্থ ইষ্ট মেডিকেল কলেজ এম বি বি এস কোর্সের আসন বৃদ্ধির জন্য ডিজিএমই কর্তৃক ছয় সদস্যের পরিদর্শন ।
অদ্য ১৯/১১/২০২৩ ইং রোজ রবিবার নর্থ ইষ্ট মেডিকেল কলেজ এম বি বি এস কোর্সের আসন বৃদ্ধির জন্য ডিজিএম কর্তৃক ছয় সদস্যের পরিদর্শন টিম নর্থ ইষ্ট মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগ ও হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। পরিদর্শন টিমে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ মাসুদুর রহমান, ডিরেক্টর ( এ এম সি). অধ্যাপক ডাঃ মোঃ আমির হোসেন, ডিরেক্টর (এইচ আর এম), অধ্যাপক ডাঃ কাজি আফজালুর রহমান, ডিরেক্টর (প্লানিং), অধ্যাপক ডাঃ শিশির রন্জন চক্রবর্তী, ডিন( এস এম ইউ), মিঃ মোঃ মফিজুল ইসলাম, ( ডি এস), ডাঃ আল-মামুন আব্দুল্লাহ, এডি( এইচ আর এম). হাসপাতাল ও কলেজের ওয়ার্ড ও শিক্ষা কার্যক্রম দেখে উনারা সন্তুষ্টি প্রকাশ করেন। আরো উপস্থিত ছিলেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজ এর গভর্নিং বডির চেয়ারম্যান ও হাসপাতাল পরিচালক অধ্যাপক ডাঃ মোহাম্মদ আফজাল মিয়া, নর্থ ইষ্ট মেডিকেল কলেজ এর অধ্যক্ষ ও নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী, নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেড এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ডাঃ আজিজুর রহমান,নর্থ ইষ্ট মেডিকেল কলেজের উপাধ্যক্ষ মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ এ এফ এম নাজমুল ইসলাম, নেফরোলজী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ নাজমুল ইসলাম সহ অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান, নর্থ ইষ্ট মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ও সহকারী পরিচালক।