নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল৷ নিয়মিত হেলথ ক্যাম্পের পাশাপাশি ত্রান বিতরন ৪ জুলাই ২০২২
- Posted by saheli_2018
- Categories News, recent, Social-Media
- Date July 5, 2022
- Comments 0 comment
নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল৷ নিয়মিত হেলথ ক্যাম্পের পাশাপাশি ত্রান বিতরন ৪ জুলাই ২০২২ , সিলাম ৭ নং ওয়ার্ড মোল্লার চক ও সরকার চক এলাকায়।
“আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবো কিছু ভয়-ভীতি ও ক্ষুধা-অনাহার দ্বারা এবং জান-মাল ও ফল-ফসলাদির (ব্যবসা বাণিজ্য, চাকুরী ইত্যাদি) ক্ষতি দ্বারা। এরূপ অবস্থায় (যারা ধৈর্য্যর সাথে এসকল পরীক্ষায় উত্তীর্ণ হবে) তুমি সেই সব ধৈর্য্যশীলদের (জান্নাতের) সুসংবাদ দাও। (সূরা আল-বাকারা, ২ঃ১৫৫)”
সিলেটবাসীর এ কঠিন পরীক্ষার সময় সহায় হয়ে পাশে আছে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল৷ নিয়মিত হেলথ ক্যাম্পের পাশাপাশি এ প্রতিষ্ঠান ত্রান বিতরন করছে বান ভাসি অসহায় মানুষের মাঝে।
এর অংশ হিসেবে সিলাম ৭ নং ওয়ার্ড মোল্লার চক ও সরকার চক এলাকায় আজ ৪ জুলাই ২০২২ তারিখে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষে ত্রান বিতরন করেন ডাঃ মুনতাসীর আলম রাহিমী, রেজিস্ট্রার, গাইনী ও প্রসুতি বিভাগ। রেহানা বেগম, মহিলা মেম্বার, ৭,৮,৯ নং ওয়ার্ড, এ কার্যক্রমে সর্বাত্মক সহোযোগিতা করেন।







Previous post