নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে গোয়ালাবাজার শনির বাজার খাদিমপুর নছিব উল্লাহ বহুমুখি উচ্চ ববিদ্যালয় এ ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন।
অদ্য ১৬/০২/২০২৪ইং রোজ শুক্রবার নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে গোয়ালাবাজার শনির বাজার খাদিমপুর নছিব উল্লাহ বহুমুখি উচ্চ ববিদ্যালয় এ ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করা হয়। উক্ত ক্যাম্পে আট শতাধিক রোগীকে ঔষধ সহ ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও অধ্যক্ষ নর্থ ইষ্ট মেডিকেল কলেজ এবং স্কিন ভিডি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী, উপস্থিত ছিলেন জনাব আবু আহমেদ সিদ্দিক, জনাব মোঃ নুরুল হক, জনাব হাজী মোঃ পেয়ার আলী, ডাঃ আনিসুর রহমান, ডাঃ মোমেনা খানম, ডাঃ রেহনুমা বিনতে হাই,ডাঃ ফারহানা তাসনিম চৌধুরী, ডাঃ অনিক, ডাঃ আজিম উদ্দিন, ডাঃ হিমু, ডাঃ আতিকুর রহমান, ডাঃ মুসতাসিন রাজ্জাক, ডাঃ কাজি মুসাদ্দেেকুর রহভান, ডাঃ আজিজুল ইসলাম, ডাঃ সৌরভ দাশ শোভন।