নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি ও সাইকিয়াট্রি বিভাগের উদ্যেগে বিশ্ব আলঝেইমার দিবস-২০২৩ বিশ্বব্যাপি পালিত।
”কখনও খুব আগে নয়, কখনও খুব পরে নয়’’ প্রতিপাদ্য কে সামনে রেখে বিশ্ব আলঝেইমার দিবস-২০২৩ বিশ্বব্যাপি পালিত হয়েছে। নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি, ও সাইকিয়াট্রি বিভাগের উদ্যেগে এই দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে উক্ত হাসপাতালের নিউরোলজি বিভাগের সেমিনার রুমে সচেতনতামূলক প্রোগ্রামের অংশ হিসেবে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. কামাল আহমদের সভাপতিত্বে উক্ত সেমিনারে মূল বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন সাইকিয়াট্রি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. আব্দুল্লাহ ছায়ীদ।
সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন এন্ডোক্রাইনোলজি সহকারী অধ্যাপক ডা. মো. আনিসুর রহমান ও মেডিসিন বিভাগের কনস্যালটেন্ট ডা. মো. রাশেদ মাহমুদ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নিউরোলজি বিভাগের মেডিকেল অফিসার ডা. আলকাস মাহমুদ। উক্ত সেমিনারে মেডিসিন, নিউরোলজি ও সাইকিয়াট্রি বিভাগের রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার, মেডিকেল অফিসার ও ইন্টার্ণ চিকিৎসকবৃন্ধ উপস্থিত ছিলেন।