পরিদর্শনঃ ১০/০৭/২০২০ তারিখে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ
আজ ১০/০৭/২০২০ তারিখে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন পাট ও বস্ত্র সচিব মো: লোকমান হোসেন মিয়া, বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান, বিভাগীয় পরিচালক ( স্বাস্থ্য) ডা: সুলতানা রাজিয়া, জেলা প্রশাসক এমদাদুল হক, বিভাগীয় উপ-পরিচালক ডা: আনিসুর রহমান, সিভিল সার্জন,ইউ এইচ এফ পি ও, ওসি দক্ষিন সুরমা সহ আরো অনেকে।
পরিদর্শন কালে সচিব মহোদয় হাসপাতালের কোভিড১৯ এবং নন- কোভিড ইউনিটে চিকিৎসাধীন রোগীদের খোজখবর নেন। নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল মানুষের পাশে দাড়ানোর জন্য অতিথিরা নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত সকলের প্রতি ধন্যবাদ প্রদান করেন । পাশাপাশি তুলনামূলক চিকিৎসা ব্যয় নিয়েও সন্তোষ প্রকাশ করেন।
নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা: আফজাল মিয়া বলেন এই করোনা কালীন সময়ে এখন পর্যন্ত আমরা ৪৪৫ জন করোনা রোগীকে চিকিৎসা দিতে পেরেছি পাশাপাশি নন করোনা রোগীর জন্য সকল বহি: বিভাগ সহ আন্ত:বিভাগে চিকিৎসা সেবা পূর্ণাঙ্গ ভাবে চলমান রয়েছে। করোনা রোগীর সেবায় উৎসাহ প্রদানে সকল স্বাস্থকমীদের সম্মানী বৃদ্ধি সহ তাদের বীমার ব্যবস্থা করা হয়েছে।
আলোচনা শেষে সচিব মহোদয় সকলকে ধন্যবাদ দিয়ে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা: শাহরিয়ার হোসেন চৌধুরীর সাথে হাসপাতালপরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন কোভিড ইউনিটের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা: নাজমুল ইসলাম, অধ্যাপক ডা: গুলজার আহমদ(পরিচালক কোভিড ১৯), সহযোগী অধ্যাপক ডা: এ এ এম সাজ্জাদুর রহমান (ইউনিট প্রধান কোভিড ১৯)।