Preaload Image

ফ্রি মেডিকেল ক‍্যাম্প ৪ঠা মার্চ ২০২৩ ইং

অদ্য ৪ঠা মার্চ ২০২৩ ইং তারিখ রণকেলী লেকভিউ প্রবাসী হাসপাতাল,রণকেলী উত্তর, গোলাপগঞ্জ, সিলেট এ দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করা হয়।
উক্ত ফ্রি মেডিকেল ক‍‍্যাম্প এর সার্বিক সহযোগীতা করেন অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী, নর্থ ইষ্ট মেডিকেল কলেজ । মেডিকেল ক্যাম্পটিতে রোগীদের ফ্রি ঔষধ প্রদান করা হয়। প্রায় ৫০০ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা প্রদান করেন নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক ও নর্থ ইষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী, ডাঃ মাজহারুল ইসলাম চৌধুরী, ডাঃ মোঃ ওমর বিন আব্দুল আজিজ ( নাদিম), ডাঃ শেখ আলবাব হোসেন, ডাঃ সালমান আহমেদ, ডাঃ আনহা ইয়া খান, ডাঃ আফতাব উদ্দিন চৌধুরী, ডাঃ আশফাক আহমেদ, ডাঃ ফাতিমা জান্নাত, ডাঃ এনামুল হাসান, ডাঃ নাহিদা খানম নাবিলা ও ডাঃ তমালিকা দাশ।
দেশের সাধারণ মানুষের জন্য এই সেবা নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল নিয়মিত প্রদান করতে সদা সচেষ্ট।

 

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *