ফ্রি মেডিকেল ক্যাম্প ৪ঠা মার্চ ২০২৩ ইং
- Posted by saheli_2018
- Categories News, Notices, recent, Social-Media
- Date March 5, 2023
- Comments 0 comment
অদ্য ৪ঠা মার্চ ২০২৩ ইং তারিখ রণকেলী লেকভিউ প্রবাসী হাসপাতাল,রণকেলী উত্তর, গোলাপগঞ্জ, সিলেট এ দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করা হয়।
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প এর সার্বিক সহযোগীতা করেন অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী, নর্থ ইষ্ট মেডিকেল কলেজ । মেডিকেল ক্যাম্পটিতে রোগীদের ফ্রি ঔষধ প্রদান করা হয়। প্রায় ৫০০ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা প্রদান করেন নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক ও নর্থ ইষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী, ডাঃ মাজহারুল ইসলাম চৌধুরী, ডাঃ মোঃ ওমর বিন আব্দুল আজিজ ( নাদিম), ডাঃ শেখ আলবাব হোসেন, ডাঃ সালমান আহমেদ, ডাঃ আনহা ইয়া খান, ডাঃ আফতাব উদ্দিন চৌধুরী, ডাঃ আশফাক আহমেদ, ডাঃ ফাতিমা জান্নাত, ডাঃ এনামুল হাসান, ডাঃ নাহিদা খানম নাবিলা ও ডাঃ তমালিকা দাশ।
দেশের সাধারণ মানুষের জন্য এই সেবা নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল নিয়মিত প্রদান করতে সদা সচেষ্ট।
Previous post
Inspection by Directorate General of Health Services (DGHS) on 23.02.2023
March 5, 2023