NEMC Education Fair 2023
- Posted by saheli_2018
- Categories new, Notices, recent, Social-Media
- Date March 21, 2023
- Comments 0 comment
'সবার জন্য সুস্থতা, এই হোক মোদের স্বাধীনতা' এই স্লোগান নিয়ে মহান স্বাধীনতার এই মাসে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ আয়োজন করে Medical Education Fair 2023. অদ্য ২১ মার্চ ২০২৩ সালে মেলার উদ্বোধন করেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজের গভরণিং বডি এর চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোহাম্মদ আফজল মিয়া, আরো উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ এ এফ এম নাজমুল ইসলাম, অধ্যাপক ডাঃ মোঃ নাজমুল ইসলাম, অধ্যাপক ডাঃ নাহিদ ইলোরা, অধ্যাপক ডাঃ অভিজিৎ দাশ।
মেলায় নর্থ ইষ্ট মেডিকেল কলেজের মেডিসিন এন্ড এলাইড, সার্জারি এন্ড এলাইড, গাইনি এন্ড অবস্, প্যাথলজি বিভাগ, মাইক্রোবায়োলজি বিভাগ, বায়োকেমিস্ট্রি বিভাগ, ফরেন্সিক মেডিসিন, কমিউনিটি মেডিসিন, ফার্মাকলোজি বিভাগ,এনাটমি বিভাগ ফিজিওলজি বিভাগ, নর্থ ইষ্ট এলামনাই এসোসিয়েশন,জীবন- রক্তদাতা সংগঠন, নর্থ ইষ্ট নার্সিং কলেজ, নর্থ ইষ্ট ইনিস্টিটিশন অব্ হেল্থ টেকনোলজি তাদের নিজ নিজ বিভাগের স্টলে তাদের সেবা সমুহ উপস্থাপন করেন।
নর্থ ইষ্ট মেডিকেল কলেজের এই মেলার উদ্দেশ্য ছিল মেডিকেল পড়াশোনায় ছাত্র-ছাত্রীদের উৎসাহ প্রদান করা ও তাদের সুচিকিৎসক হয়ে গড়ে উঠার ব্যপারে সঠিক দিক-নির্দেশনা দেয়া।



















