চক্ষু রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন
- Posted by saheli_2018
- Categories Free Medical Camp, News, Notices, recent, Social-Media
- Date March 22, 2023
- Comments 0 comment
অদ্য ২২শে মার্চ ২০২৩ ইং তারিখ কালিগঞ্জ, বিশ্বনাথ সিলেট এ দিনব্যাপী চক্ষু রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করা হয়।
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প এর সার্বিক সহযোগীতা করেন ব্যাবস্থাপনা পরিচালক নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেড ও অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী, নর্থ ইষ্ট মেডিকেল কলেজ । মেডিকেল ক্যাম্পটিতে প্রায় দেড় শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা প্রদান করেন নর্থ ইষ্ট মেডিকেল হাসপাতালের ডাঃ সেলিম রেজা, ডাঃ ফারহানা তাসনীম চৌধুরী, ডাঃ মোঃ মোসতাসিন রাজ্জাক।
উল্লেখ্য যে, এ ক্যাম্প থেকে বাছাইকৃত রোগীদের পরবর্তীকালে স্বল্প খরচে অপারেশন করা হবে।
দেশের সাধারণ মানুষের জন্য এই সেবা নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল নিয়মিত প্রদান করতে সদা সচেষ্ট।













