Intern Induction Program 2023.
- Posted by saheli_2018
- Categories News, recent, Social-Media
- Date April 27, 2023
- Comments 0 comment
অদ্য ২৬/০৪/২০২৩ ইং রোজ বুধবার সকাল ১১:০০ টায় নর্থ ইষ্ট মেডিকেল কলেজ এক্সটেনশন বিল্ডিং এর কনফারেন্স হলে নতুন ইন্টার্নদের Induction Program অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন ডাঃ তাহের উদ্দিন, রেজিস্ট্রার, মেডিসিন। অনুষ্ঠানের সভাপতি ছিলেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের সম্মানিত পরিচালক ও নর্থ ইষ্ট মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোহাম্মদ আফজল মিয়া। আরো উপস্থিত ছিলেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজ এর অধ্যক্ষ ও ব্যাবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী, নর্থ ইষ্ট মেডিকেল প্রাঃ লিঃ এর চেয়ারম্যান অধ্যাপক ডাঃ সৈয়দ মূসা এম এ কাইয়ুম, অধ্যাপক ডাঃ এ এফ এম নাজমুল ইসলাম( উপাধ্যক্ষ, নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল ) অধ্যাপক ডাঃ মোঃ নাজমুল ইসলাম, অধ্যাপক ডাঃ নাহিদ ইলোরা, অধ্যাপক ডাঃ সাব্বির হোসেন,ডাঃ জসিম উদ্দিন ( উপ- পরিচালক ), ডাঃ মুনতাসীর আলম রাহিমী ( সহকারি পরিচালক ), ডা: মোহাম্মদ আখতারুজ্জামান।