Preaload Image

জাতির জনক বঙ্গবন্ধুর জীবন ও কর্ম” বিষয়ক ভার্চুয়াল রচনা প্রতিযোগিতা

নর্থইষ্ট মেডিকেল কলেজ

দক্ষিণ সুরমা, সিলেট।

তারিখ  ১২.০৮.২০২০খ্রি:

বিজ্ঞপ্তি

জাতীয় শোক দিবস দিবস উপলক্ষ্যে “জাতির জনক বঙ্গবন্ধুর জীবন ও কর্ম” বিষয়ক ভার্চুয়াল রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহনে আগ্রহী শিক্ষার্থীগনকে আগামীকাল ১৩.০৮.২০২০ইং রোজ বৃহস্পতিবার দুপুর ১২.০০ টার মধ্যে nemc1998@gmail.com এ নিজের নাম, শিক্ষাবর্ষ, রোল নং, মোবাইল নম্বর সহ নাম তালিকাভুক্তির আহবান করা হলো।

আগামী ১৫ই আগষ্ট ২০২০ইং সকাল ৯.০০ টায় Zoom App- এর মাধ্যমে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগীগণ তাঁদের লিখিত রচনা পাঠ করবেন। Zoom Meeting এর ID ও Password প্রতিযোগীদের ই-মেইলে প্রেরণ করা হবে।

১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী প্রতিযোগীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।

অধ্যাপক ডাঃ অভিজিৎ দাস

আহবায়ক

ভার্চুয়াল রচনা প্রতিযোগিতা কমিটি

নর্থ ইষ্ট মেডিকেল কলেজ

দক্ষিণ সুরমা, সিলেট।