নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট এর উদ্যোগে Dental Implant : The future of Dentistry বিষয়ে Scientific seminar and Workshop অনুষ্ঠিতঃ
নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট এর উদ্যোগে অদ্য ২৪/১১/২০২৩ইং রোজ শুক্রবার নর্থ ইষ্ট মেডিকেল কলেজ কনফারেন্স হলে Dental Implant : The future of Dentistry এই বিষয়ে এক Scientific seminar and Workshop অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে Dr. Md. Nazrul Islam ( consultant, United Hospital) Dental Implant এর উপর scientific presentation করেন।
উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজ এর গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোহাম্মদ আফজাল মিয়া।সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজ এর অধ্যক্ষ ও নর্থ ইষ্ট প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী। তিনি উক্ত সেমিনারে উনার বক্তব্যে বলেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট বরাবরই এই ধরনের সেমিনার ও ওয়ার্কশপ করে আসছে এবং এর ধারাবাহিকতা বজায় থাকবে। তিনি Dental Implant Association of Bangladesh (DIAB) এর প্রতি ধন্যবাদ প্রকাশ করেন।
বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল Prof Dr Golam Mohiuddin Chowdhury ( Senior consultant, Ever care Hospital and President, DIAB) তিনি তার বক্তব্যে নর্থ ইষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরীকে DIAB এর পক্ষ থেকে এত সুন্দর আয়োজন এর জন্য ধন্যবাদ প্রদান করেন।
অনুষ্ঠানে কনভেনার হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের প্রধান ডাঃ এস এ এম ইমরান হোসেন। উক্ত অনুষ্ঠানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট, সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের বিভাগীয় প্রধানগণ ও কনসানটেন্ট বৃন্দ উপস্থিত ছিলেন।