Preaload Image

Seminar on 25 August 2022

“Data Collection on Prevalence of OCD Among 1st Year Medical Students in Sylhet Division”

'Prevalence of OCD among 1st year medical students in Sylhet Division ' শীর্ষক গবেষণা ও মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেমিনার এবং ডাটা কালেকশন প্রোগ্রাম আজ অনুষ্ঠিত হয় নর্থ ইষ্ট মেডিকেল কলেজ সিলেটে।

 

উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত মেডিকেল কলেজের সুযোগ্য অধ্যক্ষ মহোদয় অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী,  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. আর কে এস রয়েল।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সাইদ এনাম , নর্থ ইষ্ট মেডিকেল কলেজের মেডিকেল এডুকেশন ইউনিটের সদস্য সচিব সচিব অধ্যাপক ডা. আলমগীর আদিল সামদানি এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান এবং ফেইজ -এ এর কো - অর্ডিনেটর অধ্যাপক ডা. হামিদা খাতুন, ফিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মাহমুদা কামরুন নাহার, বায়োকেমিষ্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সৈয়দা উম্মে ফাহমিদা মালিক, সহ অন্যান্য শিক্ষকগন।

 

অনুষ্ঠানের সঞ্চালনায় এবং মূল প্রবন্ধ উপস্থাপনায় ছিলেন ছিলেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. আব্দুল্লাহ ছায়ীদ ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ফেইজ বি রেসিডেন্ট ডা. অনামিকা চৌধুরী। সার্বিক সহযোগিতায় ছিলেন ডা. মোহাম্মদ হাসান , ডা. রাহাত ইমাম, ডা. ইকবাল হেসেন  ও ডা. রুবাইয়াত ফাতেমা ।

উল্লেখ্য সিলেট বিভাগের সবগুলো মেডিকেল কলেজে যৌথভাবে উক্ত কার্যক্রম চলিতেছে|

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *