সিলেটে প্রথমবারের মতো সিলেট ক‍্যান্সার স্ট্যাডি গ্রুপ এর উদ্যোগে SYLHET CANCER CONGRESS 2023 পালিত।

সারা বাংলাদেশ থেকে প্রায় আট শতাধিক ডাক্তার এই প্রোগ্রামে অংশগ্রহন করেন। উক্ত অনুষ্ঠানের Inauguration program এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি অধ্যাপক ডাঃ মো: শরফুদ্দিন আহমেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নর্থ ইষ্ট মেডিকেল ক্যান্সার হাসপাতালের বিভাগীয় প্রধান প্রফেসর ডা: মোখলেস উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ এম এ হাই এবং বঙ্গবন্ধু মেডিকেল কলেজের ক্যান্সার বিভাগের চেয়ারম্যান অধ্যক্ষ ডাঃ নাজির উদ্দিন মোল্লা। উক্ত অনুষ্ঠানে সিলেটের ৫টি মেডিকেল কলেজের অধ্যক্ষগণ উপস্থিত ছিলেন। নর্থ ইষ্ট মেডিকেল কলেজের মাননীয় অধ্যক্ষ ও নর্থ ইষ্ট প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী ্যান্সার বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন।
Sylhet Cancer Congress 2023 এর President হিসাবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ডা: দেবাশীষ পাটোয়ারী। এছাড়াও Scientific Secretary হিসেবে ছিলেন অধ্যাপক ডা: তৈমুর হোসেন তালুকদার।