বিশ্ব ক্যান্সার দিবস ২০২১ উদযাপন

বিশ্ব ক্যান্সার দিবস ২০২১ উপলক্ষ্যে অদ্য ০৪.০২.২০২১ইং বৃহস্পতিবার  নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হোস্টেল মাঠে সকাল ১১.০০ টা থেকে বেলা ২.০০ টা পর্যন্ত ক্যান্সার সারভাইভারদের সাথে মতবিনিময়, সাইন্টিফিক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন নর্থইষ্ট মেডিকেল প্রা: লি: এর সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোহাম্মদ আফজল মিয়া। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডাঃ মোর্শেদ আহমদ চৌধুরী।
তাছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, নর্থ ইষ্ট মেডিকেল প্রাঃ লিঃ, অধ্যাপক ডাঃ মোঃ মনোজ্জির আলী, অধ্যক্ষ, নর্থ ইষ্ট মেডিকেল কলেজ, অধ্যাপক ডাঃ মোঃ মোখলেছ উদ্দিন, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অনকোলজি বিভাগ, নর্থ ইষ্ট মেডিকেল কলেজ এবং পরিচালকমন্ডলীর পক্ষে অধ্যাপক ডাঃ মোঃ নাজমুল ইসলাম ও অধ্যাপক ডাঃ নাহিদ ইলোরা।
নর্থ ইষ্ট মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফিজ মৌলানা মোঃ মামুনুর রশিদ চৌধুরী এর মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াতের পর স্বাগত বক্তব্য রাখেন ক্যান্সার বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোহাম্মদ তৈমুর হোসেন তালুকদার। ক্যান্সার ও ডেন্টাল সার্জারী বিভাগের স্বাস্থ্যসেবার পক্ষে প্রেজেনটেশন উপস্থাপন করেন ডাঃ দেবাশীষ পাটোয়ারী, সহযোগী অধ্যাপক, নর্থ ইষ্ট মেডিকেল কলেজ এবং ডাঃ এস এ এম ইমরান হোসেন, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট। এছাড়াও সার্জারী বিভাগের সহযোগী, অধ্যাপক ডাঃ মোঃ মাজেদুর রহমান বক্তব্য রাখেন। ক্যান্সার সারভাইভারদের পক্ষে দুইজন বক্তব্য রাখেন। তারা নর্থ ইষ্ট ক্যান্সার হাসপাতালের চিকিৎসা সেবায় সন্তোষ্টি প্রকাশ করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডাঃ মোর্শেদ আহমদ চৌধুরী বলেন অত্র অঞ্চলে নর্থ ইষ্ট ক্যান্সার হাসপাতালের চিকিৎসা সেবার ভূয়সী প্রশংসা করেন। বিশেষ অতিথির বক্তব্যে নর্থইষ্ট মেডিকেল প্রা: লি: এর ব্যবস্থাপনা পরিচালক, অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী রোগীর উন্নত সেবার স্বার্থে আগামী ৪ মাসের মধ্যে নতুন অত্যাধুনিক ক্যান্সার মেশিন স্থাপনে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন করেন ডাঃ মোঃ সাব্বির হোসেন, সহযোগী অধ্যাপক, প্যাথলজি বিভাগ ও ডাঃ তনুশ্রী সরকার, সহযোগী অধ্যাপক, কমিউনিটি মেডিসিন বিভাগ।

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *