“World osteoporosis Day “
বিশ্বজুড়েই আজ এই দিনটি পালন করা হয় অস্টিওপরোসিস সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে। এই দিনটি World Osteoporosis Day হিসেবে পরিচিত। আজ নয়, বহুদিন আগে থেকে এই রোগের প্রকোপ দেখাযায়। প্রাথমিক ভাবে এই রোগটি নির্ণয়ের জন্য নিয়মিত ভাবে পর্যবেক্ষণে থাকা প্রয়োজন। কারণ এই সমস্যা ফেলে রাখলে তা থেকে পরিস্থিতি জটিল হওয়ার সম্ভাবনা বেরে যায়। এই রোগটির জটিলতা আজও অনেকে বোঝেন না। কিন্তু যা সময়মতো চিকিৎসা শুরু না করলে পঙ্গু হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এই রোগেল কারনে মূলত মেরুদণ্ড এবং হিপ জয়েন্টের হাড়কে প্রভাবিত করে। অনেক ক্ষেত্রে সেই প্রভাব মারাত্মক পর্যায়ে চলে যায়।
আজ সকাল ১০টায় নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগে সচেতনতার জন্য দিনটি পালন করা হয়, এতে উপস্থিত ছিলেন অর্থোপেডিক্স বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা: আলামগীর আদিল সামদানী,ও সহযোগী অধ্যাপক ডা: মির্জা ওসমান বেগ( রাজীব ) এবং অর্থোপেডিক্স বিভাগের অন্যান্য ডাক্তারবৃন্দ।