নর্থ ইষ্ট মেডিকেল কলেজের আন্তর্জাতিক বিজ অ্যাওয়ার্ড ২০২২ অর্জন
- Posted by saheli_2018
- Categories News, recent, Social-Media
- Date April 27, 2023
- Comments 0 comment
নর্থ ইষ্ট মেডিকেল কলেজের আন্তর্জাতিক বিজ অ্যাওয়ার্ড ২০২২ অর্জনঃ
গত ১৫ ডিসেম্বর ২০২২ইং সালে বিজ উইনার রিকগনিশন মিটিংয়ে World Federation of Businesses (WORLDCORB)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব জেসাস জে. মোরান এই বিজ অ্যাওয়ার্ড ট্রফি ও সার্টিফিকেট নর্থ ইষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী ও নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেড-এর চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোহাম্মদ আফজাল মিয়া-কে প্রদান করেন। ২০২২ সালের সেরা চিকিৎসা অনুশীলনের জন্য নর্থ ইষ্ট মেডিকেল কলেজ-কে এই BIZZ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এটি একটি আন্তর্জাতিক পুরস্কার, যা নর্থ ইষ্ট মেডিকেল কলেজের সুনাম ও কৃতিত্ব অর্জনকে বিশ্বের বুকে আরও বাড়িয়ে দিয়েছে। তদসঙ্গে, নর্থ ইষ্ট মেডিকেল কলেজকে WORLDCORB এর Silver Membership প্রদান করা হয়। এছাড়া বিজ ট্রফি ২০২২ প্রদানের অনুষ্ঠানে অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী-কে World Leader Businessperson এবং Excellence in Business Management সার্টিফিকেট প্রদান করেন WORLDCORB এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব জেসাস জে. মোরান। তাছাড়া, জনাব মোরান নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেড-এর পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ নাজমুল ইসলামকে Excellence in Business Management এবং উপাধ্যক্ষ অধ্যাপক ডা: এ.এফ.এম নাজমুল ইসলামকে Excellence in Marketing Management -এর উপর সার্টিফিকেট প্রদান করেন।