নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে চালু হল হার্ট ফেইলিউর ক্লিনিক।
নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে চালু হল হার্ট ফেইলিউর ক্লিনিক। দেশের বিভিন্ন প্রান্তে হৃদরোগের বিভিন্নধরনের রোগী ছড়িয়েছিটিয়ে বিচ্ছিন্নভাবে চিকিৎসা সেবা নিচ্ছে। তবে এসব হৃদরোগে আক্রান্তরোগী যথাযথ তত্বাবধান না থাকায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। হার্ট ফেইলিউর ক্লিনিক চালু হওয়ার মাধ্যমে শুধু রোগ নির্ণয় নয়, গবেষণাসহ এ ধরনের রোগীদের সঠিক ফলোআপ নিশ্চিত করা হবে। যা রোগীদের জীবন বাঁচাতে বড় অবদান রাখবে। সপ্তাহে প্রতি মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজিত বর্হিঃবিভাগে হার্ট ফেইলিউর বিষয়ক পরামর্শ প্রদান করছেন ডাঃ মোহাম্মদ ইকবাল আহমদ, ডাঃ মোঃ শরীফ উদ্দীন, ডাঃ তানভীর হোসেন চৌধুরী। 01715944733